আমার মাঝে আমি বদ্ধ থাকি
স্বপ্নগুলোকে জমিয়ে রাখি,
পারিনা আমি বড় কিছু ভাবতে
সমাজের তরে নামি হয়ে থাকতে
সময় মতো পারিনা কাজ করতে
যুগের সাথে তাল মিলিয়ে চলতে,
কারন, আমিযে রানারের মত ব্যস্ত
জীবিকার টানে আমি বিদ্ধস্ত
পারিনা স্বপ্নের ডানামেলে উরতে
রঙ্গের এ দুনিয়ায় অপরুপ সাঁজে সাঁজতে
চোখের জল জমিয়ে হয়েছি বিজ্ঞ
এর একটিই কারন, আমিযে মধ্যবিত্ত।
কে বি মালেক জানান তার সকল কবিতা উৎসর্গ করতে চান তার বড় বোনের প্রতি কারন এ পর্যন্ত যত কবিতা লিখেছেন সব কিছুই সফল হয়েছে তার বড় বোনের জন্য।
তিনি আরও বলেন শিগ্রই তার একক বই আসছে গল্প কাব্যের প্রকাশনায় । সবাইকে তার বইটি পড়ার জন্য সবাইকে অনুরোধ জানান।