মোঃ রুমী শরীফ।।
মহিপুরে বাংলাদেশ ফেয়া রমাইন্ড সমাজ কল্যান সংগঠনের মহিপুর থানা শাখার উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ অক্টোবর বিকেল ৫টার দিকে মহিপুর এস আর ও বি এস লিঃ এর হলরুমে আলোচনা বৈঠক শেষে লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। এসময় মহিপুর শাখার সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ শাহ আলম প্রতিষ্ঠাতা সেরাজুল ইশলাম কিন্ডারগার্টেন কেজি স্কুল,বিশেষ অতিথি ছিলেন মোঃ রাকিব মুসুল্লী সভাপতি কেন্দ্রীয় কমিটি, মোঃ ফেরদৌস হাওলাদার আহবায়ক বাংলাদেশে আওয়ামী যুবলীগ মহিপুর ইউনিয়ন শাখা প্রমুখ।
আলোচনা সভায় বাংলাদেশ ফেয়ার মাইন্ড সংগঠনের ১৭ টি সেবা সমুহের সুফল বর্ননা করা হয়।