শফিকুল ইসলামঃ কিশোরগঞ্জ জেলা ইটনা সদর উপজেলা বানিয়াহাটি এলাকার দোবাই প্রবাসী আঃ মান্নান মিয়ার ছেলে ও মায়ের মৃত্যু হয় মাত্র ১ ঘন্টার ব্যবধানে।
বানিয়াহাটি এলাকার দোবাই প্রবাসী আঃ মান্নান এর শিশু ছেলে তায়িমের মৃত্যু হয় পানিতে ডুবে মৃত্যুর সময় তায়িমের বয়স ছিল মাত্র ৫ বছর ৬ মাস । খেলাধুলা করার সময় অজানা কারণে পানিতে নামলে সাঁতার না জানার কারণে সে পানিতে পড়ে এই ছেলেটির মৃত্যু হয়। একেই দিনে মাত্র ১ ঘন্টা পরেই তার মা জুমেলা খাতুন এর ও মৃত্যু হয় মৃত্যুর সময় তার বয়স ছিল ৭২ বছর । জানা গেছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জমেলা খাতুন।