নিজস্ব প্রতিনিধিঃ করোনায় পুরো বাংলাদেশ বিপর্যস্ত ছিল। দীর্ঘ লক ডাউনে সিলেট আন্তর্জাতিক বানিজ্য মেলার ৬০ % মালামাল নষ্ট হয়ে গিয়েছে— বা পচে গিয়েছে। সকল ব্যবসায়ি খতিগ্রস্ত এবং আয়োজক কমিটি।
আয়েজক কমিটি সহো সকল ক্ষুদ্র ব্যবসায়ী ধ্বংসের দ্বারপ্রান্তে।
এ ব্যাপারে একজন সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার ডেকোরেশন এর একজন দক্ষ ইলেকট্রিশিয়ান সুপারভাইজার এর কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এই পেশার সাথে প্রায় ৭ লক্ষ লোক জরীত। দীর্ঘ ৭-৮ মাস কোনও আন্তর্জাতিক মানের মেলা না হওয়ায় মেলার আয়োজক কমিটি, ডেকোরেশন কমিটি, মেলার দোকানদার সহ সকল ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আছে চরম বিপাকে। এরা সবাই বেকার– কিন্তুু বানিজ্য মন্ত্রালয়ের কোন পদেক্ষোপ দেখছি না এবং পাচ্ছি না ।
তিনি আরো বলেন, বানিজ্য মন্ত্রী আমাদের দিকে সুদৃষ্টি জাগ্রত করুন। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের ৬০% লাইট কেটে গেছে।