নিজস্ব প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষ্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির নির্দেশে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়নে চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইডের (এল আর পি ৫১) সার্বিক সহযোগিতায় “পরিচ্ছন্ন চনপাড়া সবুজ চনপাড়া ” পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি সভার চলছে।উক্ত সভায় চনপাড়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোঃ বজলুর রহমান এর নেতৃত্বে সকল সদস্য, সি,এইচ,সি,পি, নূরজাহান,ও ডাঃ নুসরাত কাদির (মেডিকেল অফিসার) উপস্থিত ছিলেন।