ভুক্তভোগীর মা বাড়িতে ফিরে ছেলেকে অচেতন অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ফেসবুকে বানানো ছেলে বন্ধুর (২০) বাড়িতে বেড়াতে গিয়ে তাকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রানা তালুকদার (২৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে গ্রেফতার রানা তালুকদারকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রানা তালুকদার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শহিদনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ৫ অক্টোবর ভুক্তভোগী ওই ছেলের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
ধর্ষণের শিকার তরুণ বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের জের ধরে রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণের বাড়িতে বেড়াতে যায় রানা তালুকদার। রাতে ওই তরুণের মা’র কর্মস্থলে নাইট ডিউটি থাকায় তাদের বাড়িতে রেখে কাজে চলে যান। এদিকে আড্ডার ছলে পরিকল্পনা অনুযায়ী ওই তরুণকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে দেয় রানা। সে অচেতন হয়ে পড়লে রানা তালুকদার তাকে ধর্ষণ করে এবং ঘরে থাকা ৫ হাজার টাকা, একটি বেলেন্ডার মেশিন ও মোবাইল নিয়ে পালিয়ে যায় ।
পরদিন সকালে ভুক্তভোগীর মা বাড়িতে ফিরে ছেলেকে অচেতন অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জ্ঞান ফেরার পর ঘটনার বিস্তারিত জানালে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ কাঁচপুর এলাকা থেকে রানাকে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে।