ইব্রাহিম রানা,প্রধান প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ৬২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ।
নির্বাচনের পরপরই ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রতিনিয়তই আলোচনায় আছেন তিনি।
করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত জনসচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে আছেন তিনি। ওই সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরনের পরেও নিজ উদ্যোগে আরো ১০০ টন চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশে নিজ ওয়ার্ডে মাইকিং, পুলিশি মহড়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এছাড়াও ৬২ নং ওয়ার্ড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের ৬২ নং ওয়ার্ডটি খুবই বড় এখানে ৪৩,০০০ ভোটার রয়েছে এবং এখানে প্রায় তিন লক্ষ মানুষের বসবাস। আমরা নির্বাচনের পরপরই এলাকার উন্নয়নের জন্য মাননীয় মেয়র মহোদয়ের কাছে একটি ফ্রিস্তি দিয়েছি। এই ফ্রিস্তি মোতাবেক এলাকায় একটি কমিউনিটি সেন্টার দরকার, রাস্তাঘাট উন্নয়ন দরকার ময়লা আবর্জনা নিরসনের জন্য যে ব্যবস্থা করা দরকার তা আমরা নিজ উদ্যোগে করেছি।
আর যেহেতু বিনোদনের জন্য এলাকায় কোন সরকারি খাস জমি নেই সেহেতু এলাকায় কোনো বিনোদনের কোন স্পট নেই এমন কোনো নির্দেশনা আসে তাহলে আমরা সেই মোতাবেক কাজ করব।
জলাবদ্ধতা দূরীকরণেও কাজ করে যাচ্ছেন এই কাউন্সিলর। এই বছর জলাবদ্ধতা একটু কম থাকলেও তিনি আশা করেন সামনে জলাবদ্ধতা সম্পূর্ণ দূর হবে। যেহেতু এই এলাকা ডিএনডি খালের সাথে সম্পৃক্ত তিনি আশা করেন আগামী দুই এক বছরের মধ্যে যদি ডিএনডি খাল এর কাজ শেষ হয় তাহলে এই এলাকায় জলাবদ্ধতা থাকবে না।
বর্তমানে ঢাকা-০৫ আসনে নির্বাচনের কাজ চলছে এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমেই মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার আত্মার মাগফেরাত কামনা করে বলেন,
বর্তমানে জননেত্রী শেখ হাসিনা ঢাকা-০৫ আসনের উপনির্বাচনে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু কে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন আমার আত্মবিশ্বাস মনু ভাই একজন সৎ, যোগ্য ও ত্যাগী নেতা আমি মনে করি যদি ঢাকা-০৫ আসনে উনি নির্বাচিত হন তাহলে মরহুম হাবিবুর রহমান মোল্লার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারবে ইনশাল্লাহ।ঢাকা-০৫ আসনে যদি তিনি নির্বাচিত হন তাহলে এই আসনটিকে তিনি একটি সুন্দর, সুশ্রী, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আসন গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।