স্টাফ রিপোর্টারঃ বরিশালের বাবুগঞ্জের রহমতপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে রহমতপুর ব্রিজের নিচে ছোট নদীতে (খাল) ভাসমান অবস্থায় এক অজ্ঞাত তরুণীর লাশ পাওয়া গেছে। রহমতপুর ব্রিজের নিচে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বিষয়টি দেশ ও মানুষের বার্তাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টার দিকে রহমতপুর সংলগ্ন নদীতে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।