নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা বৌবাজার এলাকায় মল্লিক বাড়ির মাঠে মীর হোসেন মীরুর সভাপতিত্বে রুমেল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক খেলোয়াড় ও কতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে রুমেল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দেশ বিদেশের প্লেয়ারদের সমন্বয়ে দূইটি দল বাংলাদেশ বনাম আফ্রিকা এর মধ্যে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আফ্রিকা নামীয় দলের চেয়ারম্যান মীর হোসেন মীরু এবং বাংলাদেশ নামীয় দলের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার। খেলায় ৩ –০ গোলে আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ জয়লাভ করে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে জয়ী এবং বিজয়ী উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। উক্ত খেলায় উপস্থিত নেতাকর্মীরা বলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে কোন খেলার মাঠ নেই একটি মাত্র মাঠ রয়েছে দেলপাড়ায় সমাজকে মাদক মুক্ত করতে হলে যুবসমাজের খেলাধুলা প্রয়োজন আর এই জন্য এই এলাকায় একটি খেলার মাঠ প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ মোঃএহসানুল হক নিপু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীমউদ্দীন , কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রোকন উদ্দিন, সাবেক চেয়ারম্যান গোলাম রুসুলের ভাই সিকদার মাহবুবুর রহমান আঃ হক, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা দিনইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। উক্ত খেলা উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হয় হাজারো মানুষ।