ফতুল্লা থানা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা শাহিবাজার আকনপট্রি এলাকায় হাট বসিয়ে চলছে মাদক বেচাকেনা অতিষ্ট এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ এলাকাবাসীর অবিলম্বে বন্ধ করার আশ্বাস চেয়ারম্যানের।
শাহী বাজার আকন পট্রি এলাকায় দীর্ঘ দিন যাবত চলছে এই মাদক ব্যাবসা। ফতুল্লা মডেল থানায় তালিকা ভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী রানু এবং রানার মার নেতৃত্বে চলে এই মাদক ব্যাবসা । গাঁজা, ইয়াবা, পেন্সিডিল, হিরোইন,সহ এমন কোন মরন নেশা নেই যা আকনপট্রি পাওয়া যায় না। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে এই মরন নেশা যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে এই এলাকার যুবসমাজ। ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে অভিবাবকরা । মাদক ব্যবসায় অর্জিত কালো টাকায় গড়ে তুলেছে এক বিশাল বাহিনী। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই হয় অত্যাচার-নির্যাতন ও মামলা হামলার স্বীকার অভিযোগ এলাকার সচেতন নাগরিকদের। এলাকার কিছু সাধারণ মানুষ নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন বারবার এই বিষয়ে ফুতুল্লা থানায় জানানোর পরেও রহস্যজনক কারণে কোন ফলাফল পাওয়া যায় নি। মাদক ব্যবসায়ীদের বক্তব্য স্থানীয় নেতা-কর্মীসহ থানা পুলিশ ম্যানেজ করেই তারা মাদক ব্যবসা করছে। অতিষ্ট হয়ে এলাকাবাসী ৯ সেপ্টেম্বর ঐ এলাকার ২০-৩০ জন স্থানীয় মুরুব্বি সহ এলাকার বাসিন্দারা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর কাছে জানাইলে তিনি অবিলম্বে আকনপট্রি সহ গোটা কুতুবপুর কে মাদক মুক্ত করা হবে বলে আসস্ত করেন। মাদক ব্যবসায়ী দেশ জাতি ও সমাজের শত্রু তাদের কোন ক্ষমা নেই । প্রয়োজনে আমি নিজে আপনাদের সাথে থেকে পিটিয়ে তাদেরকে এলাকাছাড়া করবো