নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে হাসিবুরের পক্ষে উঠান বৈঠক করেছে এলাকাবাসী।
৯ অক্টোবর শুক্রবার বেলদী বাজার সংলগ্ন এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় এলাকাবাসী জানান,রুপগঞ্জের মধ্যে বেলদী বাজার একটি ঐতিহাস্যবাহী এলাকা এখানে স্কুল,মাদ্রাসা,মসজিদ, মন্দির, বাজার সহ সব কিছু রয়েছে আর এর মধ্যে সবচেয়ে বেশি অবদান রয়েছে বিগত দিনে এই এলাকার মেম্বার হাসিবুর। হাসিবুর বিগত দিনে এই ওয়ার্ডের মানুষের বিপদ আপদে সব সময় পাশে ছিল। এই এলাকার ভাগ্যউন্নয়নে কাজ করছে। এলাকার মানুষ এই ভালবাসার প্রতিফলন দিবে আগামী ২০ অক্টোবর নির্বাচনে ভোটের মাধ্যমে। আমরা হাসিবুরকে বিপুল ভোটে জয়যুক্ত করবো।
এসময় দাউদপুর ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হাসিবুর জানান, বিগত দিনে ওয়ার্ডবাসীর পাশে ছিলাম। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। আমি যদি ওয়ার্ড বাসীর জন্য চুল পরিমান কাজ করে থাকি তাহলে তারা আমাকে ফুটবল মার্কায় তাদের মূল্যবান ভোট দিয়ে আরাবো এই ৪ নং ওয়ার্ডে জয়যুক্ত করবে। তাই সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।