নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা শাহিবাজার পশ্চিম শাহী মহল্লা আকন গলি এলাকায় আজ ১০/১০/২০ ইং তারিখ সকালে মাদক নির্মূল ও বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন এর তিন তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এবং ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার সহ স্থানীয় নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ।
এসময় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, মাদক নির্মূলের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পদক্ষেপ নিয়েছেন। কুতুবপুরের একজন চেয়ারম্যান হিসেবে, আমি অবশ্যই আমার কুতুবপুর ইউনিয়ন এ বিগত সময়ের ন্যায় মাদক নির্মূলে কঠোর ভূমিকা পালন করব। ঠিক সেই লক্ষ্যে, কুতুবপুর ৫ নং ওয়ার্ডের আকন গলির মাদক নির্মূলের জন্য এবং মাদকের ব্যবসা বন্ধের জন্য আজকের এই প্রতিবাদ সভার আয়োজন। আমি শুধু বলতে চাই মাদক শুধু যুবসমাজকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আমি আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক নির্মূল এর জন্য প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য এর সহযোগিতা কামনা করছি। পাশাপাশি পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি আমার ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই মাদক বেচাকেনার সাথে যারা জড়িত এবং মাদক সেবনকারী দের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, আকন গলি এলাকাটি মাদকের রাম রাজত্ব কায়েম করেছিল। অতি দ্রুত এই এলাকা থেকে মাদক নির্মূল করা হবে।