প্রধান প্রতিবেদক, ইব্রাহিম রানাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন শাহী মহল্লা কবরস্থান জামে মসজিদের টাকা চাঁদা নিচ্ছেন কারা? গতকাল শুক্রবার রাত ৮ টায় এ বিষয়ে প্রতিবেদক অনুসন্ধান করতে গেলে মসজিদটির খাদেমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কবরস্থান মসজিদের টাকা আমার কাছে আসতো কিন্তু এখন আমি নেইনা। এ প্রসঙ্গে প্রতিবেদক জিজ্ঞাসা করেন এই টাকাটা কারা নিচ্ছেন? তখন মসজিদের খাদেম বলেন, মসজিদের পাশে শুক্রবার একটি মার্কেট বসে যেখান থেকে দোকানদারেরা কিছু টাকা দেয় যাহা বর্তমানে ডাঃ বি এম আনোয়ার মসজিদটির ক্যাশিয়ার হিসাবে রিসিটের মাধ্যমে মসজিদ উন্নয়নের জন্য নেয়। পরমুহূর্তেই আবার বলেন, মামুন নামের এক ভদ্রলোক এই বিষয়ে জানেন। এ ব্যাপারে প্রতিবেদক মসজিদের পাশে থাকা মার্কেটে মামুনের সাথে দেখা করতে গেলে তাকে পাওয়া যায়নি। এরপর কবরস্থান মসজিদ কমিটির ক্যাশিয়ার ডাঃ বি এম আনোয়ার এর কাছে প্রতিবেদক যায়। কবরস্থান মসজিদের পাশে থাকা মার্কেট থেকে দোকানদারদের দেওয়া মসজিদের উন্নয়নের জন্য টাকা কারা নিচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শাহী মহল্লা কবরস্থান মসজিদের টাকা একজন ক্যাশিয়ার হিসেবে রিসিটের মাধ্যমে নেওয়ার দায়িত্ব আমার। আমি নিয়ম অনুযায়ী আজ শাহী মহল্লা কবরস্থান জামে মসজিদের পাশে থাকা মার্কেট থেকে ১,৫০০/-টাকা মসজিদ উন্নয়নের জন্য পেয়েছি। যাহা মসজিদ উন্নয়নের রিসিট খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। বাকি টাকা সম্পর্কে মামুন জানে। যিনি মসজিদ কমিটির কোনও লোক নয়। এরপর প্রতিবেদক এর সামনে ডাঃ বি এম আনোয়ার মামুনকে ফোন দিয়ে আসতে বললে মামুন উপস্থিত না হয়ে অজ্ঞাতনামা একজন লোককে পাঠান। শাহী মহল্লা কবরস্থান মসজিদের টাকা কারা নিচ্ছে এ প্রসঙ্গে অজ্ঞাতনামা লোকটি ডাঃ বি এম আনোয়ার এবং প্রতিবেদক এর সামনে মামুনকে মোবাইলে ফোন দিলে তিনি জানান, শাহী মহল্লা কবরস্থান মসজিদের পাশে মার্কেট থেকে আজ ৭০০০/-টাকা উঠেছে। যার মধ্যে ১,৫০০/-টাকা শাহী মহল্লা কবরস্থান জামে মসজিদের ক্যাশিয়ার এর কাছে রিসিটের মাধ্যমে জমা দিয়েছেন এবং ফোনে আরও জানান বাকি টাকা রনি নামের এক ব্যক্তি নিয়েছেন। তবে জানা যায়, শাহী মহল্লা কবরস্থান জামে মসজিদের উন্নয়নের জন্য পুরো টাকাটা আগে শাহী মহল্লা কবরস্থান মসজিদ কমিটির ফান্ডে জমা থাকতো। কিন্তু এখন এই কবরস্থান মসজিদের ফান্ড এর টাকা নিচ্ছেন মামুন, রনি নামের কতিপয় লোক।