1. admin@deshomanusherbarta24.com : admin :
আজ ১৪ ই অক্টোবর বরিশাল বিভাগের কিংবদন্তি শিক্ষাবিদ, ইতিহাসবিদ, মুক্তি যুদ্ধের সংগঠক আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমেদের ৭৯ তম জন্মদিন। - দেশ ও মানুষের বার্তা
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানালেন চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৭৬বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন ঘোষণা  যুবদল যুক্তরাজ্য শাখার আয়োজনে লন্ডনে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে  যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ খিলগাঁও মডেল কলেজের ৯৪/৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাজ্জাতের বর্ণাঢ্য শোভাযাত্রা কাজিরগাঁও জামিয়া মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার দিলেন মোঃ জাকির হোসেন মাদ্রাসার কোমলমতি শিশুদের হাতে নানা ধরনের গিফট ও পুরষ্কার বিতরণ করেন জাকির হোসেন কোন্ডা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় কাজী মোজাম্মেল হক মিন্টুর বিশাল মিছিল

আজ ১৪ ই অক্টোবর বরিশাল বিভাগের কিংবদন্তি শিক্ষাবিদ, ইতিহাসবিদ, মুক্তি যুদ্ধের সংগঠক আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমেদের ৭৯ তম জন্মদিন।

রকিবুল ইসলাম জয়
  • আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭৭১ বার পঠিত

১৯৪১ সালের এই দিনে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন এর আরজিকালিকাপুর গ্রামে ফকির বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মরহুম জাহান উদ্দিন ফকির ও মাতা মরহুমা লাইলী বেগম। তার শিক্ষাজীবন শুরু হয় নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। তিনি বাবুগঞ্জ হাই স্কুলের সপ্তম শ্রেণী এবং শায়েস্তাবাদ হাই স্কুল থেকে ১৯৫৬ সালে ১ম ম্যাট্রিক পাস করেন। হাজার ১৯৫৮ সালের বিএম কলেজ থেকে প্রথম বিভাগে আইএ, ১৯৬০ সালে বিএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে এমএ পাস করেন, ১৯৬৮ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন।
তিনি সিভিল সার্ভিস প্রশাসন এর সদস্য ছিলেন এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সংগঠক হিসেবে সক্রিয় ভাবে কাজ করেন।
তিনি ১৯৭৫ সালে বরগুনা মহকুমা প্রশাসক থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন। এজন্য তাকে চাকরিচ্যুত করা হয়। তিনি বৃহত্তর খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব থাকা অবস্থায় নারী ও শিশুদের নিরাপত্তার কথা ভেবে ১৯৯৯ সালে নারী নির্যাতন ও শিশু আইন খসরা করেছিলেন।
তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। ২০০৩ সালের ১৪ ই অক্টোবর তার কর্মস্থল শেষ হয়।

অর্থনীতি ও প্রশাসনের অস্ট্রেলিয়া কোরিয়া ইন্দোনেশিয়া প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি কমনওয়েলথ জাতিসংঘ ন্যাম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি কয়েকটি মন্ত্রণালয় নীতি প্রণয়নে অবদান রেখেছেন।
তিনি বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া আরজি কালিকাপুর হাই স্কুল এর প্রতিষ্ঠাতা। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতিরিক্ত সচিব থাকা অবস্থায় বাবুগঞ্জ এর অনেকগুলো স্কুল-কলেজ এবং মাদ্রাসার জাতীয়করণ এবং ভবন নির্মাণ করেন।
২০০১ সালের ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসলে তাকে ১৯৯৬ সালের জনতার মঞ্চ রাষ্ট্রদ্রোহী মিথ্যা মামলায় ৩ নং আসামি করা হয়।
তিনি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড বোর্ড অফ গভর্নর্স সদস্য,
বর্তমানের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ঢাকা, বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, মুলাদী কাজির চর ইউনিয়ন আরিফ মাহমুদ ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর..
© All rights reserved © 2021 Deshomanusherbarta24
Theme Customized BY WooHostBD