নিজস্ব প্রতিনিধিঃ ভূইগড় পুরান বাজার আলেক খন্দকার মার্কেট হতে মরহুম মোঃ জামান খন্দকার পষর্ন্ত রাস্তার ড্রেন ও সেলাপ এবং সি সি ঢালাই এর উদ্বোধন করেন মোঃ নজরুল ইসলাম মাতবর, প্যানেল চেয়ারম্যান কুতুবপুর ইউনিয়ন পরিষদ ও সদস্য ৩ নং ইউপি এবং সভাপতি ৮৩ নং ভূইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।আরো উপস্থিত ছিলেন মোঃ কে এম ইন্নামিন খন্দকার ও মোঃ মাইজুদ্দিন সাউদ এবং এলাকায় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
এ সময় নজরুল মেম্বার বলেন, আমি নির্বাচিত হবার পর থেকেই রাস্তাঘাট উন্নয়নের করে যাচ্ছি। আজও ভূইগড় পুরান বাজার আলেক খন্দকার মার্কেট হতে মরহুম মোঃ জামান খন্দকার পষর্ন্ত রাস্তার ড্রেন ও সেলাপ এবং সি সি ঢালাই এর উদ্বোধন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।