প্রধান সম্পাদক,রাহাদ হোসেনঃ আজ আওয়ামী লীগের রাজপথের ত্যাগী নেতা, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদ্য অনুষ্ঠিত ঢাকা-৫ উপনির্বাচনের প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না একমাত্র মেয়ে আমরিন হারুন রাইতার আজ শুভ জন্মদিন।
জন্মদিন উপলক্ষে মকবুল ভবনে আলো সাজসজ্জা করে আজ রাত ১২.০০ টায় ২০/১০/২০ তারিখ শুভ জন্মদিন পালন করা হলো। এ সময় হারুনর রশিদ মুন্নার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী কামরুন্নাহার হারুন এবং ঢাকা-৫ এর তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মী বৃন্দ।