নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু বিপুল ভোটে নির্বাচিত হয়ে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন আনোয়ার হোসেন রনি,ঢাকা-৪ আসন, কদমতলী থানা, আওয়ামী লীগ নেতা। এ সময় তিনি বলেন, ঢাকা-৫ আসনে একজন যোগ্য অভিভাবক পেলাম। আমি মনে করি প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে যাবেন তিনি।