এতদ্বারা সকল ব্যাটারী রিক্সা মালিক ও চালক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশক্রমে অন্যান্য ওয়ার্ডের ন্যায় ৫৯নং ওয়ার্ডেও আগামী পহেলা নভেম্বর, ২০২০ তারিখ থেকে সকল প্রকার ব্যাটারী চালিত ও অটো রিক্সা নিষিদ্ধ ঘোষণা করা হলো। উক্ত তারিখের পর কোন ব্যাটারী রিক্সা বা অটো রাস্তায় চলাচল করতে দেখা গেলে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে ব্যাটারী খুলে রেখে দেয়া হবে এবং তা যথাযসময়ে কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দেয়া হবে। অতএব, সংশ্লিষ্ট সকলকে তাদের ব্যাটারী রিক্সা বা অটোরিক্সা প্যাডল রিক্সায় রূপান্তর করার জন্য আগামী ৩১ অক্টোবর, ২০২০ পর্যন্ত সময় দেয়া হলো।
নির্দেশক্রমে আদেশ করা হলো
আকাশ কুমার ভৌমিক
কাউন্সিলর, ৫৯নং ওয়ার্ড
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।