1. admin@deshomanusherbarta24.com : admin :
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শিক্ষানবিশরা সনদ ও মেধার মূল্যায়ন পেতে পারে? - দেশ ও মানুষের বার্তা
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জে ইতিহাস রচনা করলেন গণ নেতা ফেরদৌস আলম ভুইয়া মিঠু ৬ ই নভেম্বর  নারায়নগন্জ সদর উপজেলা প্রেস ক্লাবের শুভ উদ্বোধন কুতুবপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের সন্ত্রাস মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত কুতুবপুর ইউনিয়ন মৎস্য জীবি দলের আলোচনা সভা অনুষ্ঠিত কেক কেটে নারায়ণগঞ্জ গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি নেতা নজরুল ইসলাম মাতব্বরের বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন  গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন গণ নেতা ফেরদৌস আলম ভুইয়া মিঠু পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তা হীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার ফতুল্লা থানা বিএনপির সন্ত্রাস ও মাদকমুক্ত প্রতিবাদ সভায় মিছিল নিয়ে তন্ময় আহমেদ অনিক ঢাকা উদ্যানে নিরাপত্তা রক্ষী খুন

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শিক্ষানবিশরা সনদ ও মেধার মূল্যায়ন পেতে পারে?

রিপোর্টার নাম:
  • আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কোভিড ১৯ করোনা ভাইরাস বিশ্ব মহামারি । মানুষের বাঁচার আর্তনাদ ও আহাজারি আর্তমানবতায় আজ বিশ্বে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এখনো ভ্যাকসিনের আস্তাতে মানুষ কে রাস্তা দেখাতে পারে নাই। তবে ধারনা করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিন পেতে আরও ৫/৭ সময়ের অপেক্ষা। তবে তারা তাঁদের অনশন আজ ১১০ তম দিবস জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবী ও অনশন অব্যাহত রেখেছেন । অনেকে অসুস্থসহ সারা বাংলায় কয়েক শত শিক্ষানবিশ কোভিড আক্রান্ত।

বিশ্বের লাখ লাখ শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা প্রথমে স্থগিত করে পরে বিশ্বেষ বিবেচনায় ও বিশেষ পদ্ধতিতে উত্তীর্ণ করে সনদ/ প্রমোশন দিয়েছেন। তাঁর মধ্যে বাংলাদেশও অন্যতম। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অটো প্রমোশন দিচ্ছে না বরং বিশেষ পদ্ধতি ও মেধার ভিত্তিক সনদ প্রদান করছেন। সরাসরি পরীক্ষা না নেওয়ার একটাই কারণ লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম ঘটলে ভাইরাস বেঁড়ে যাওয়াই এই পদ্ধতি বিশ্বের অনেক দেশেই অবলম্বন করেছেন।

বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডের উর্ধ্বে বাংলাদেশ বার কাউন্সিল নন। তাঁরা ২৬ সেপ্টেম্বর দুঃসাহসের পরিচয় দিয়ে একটি তারিখ ধার্য করেছিলেন ও তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল বোর্ডের নিয়ম বহির্ভূত । যেখানে মেধা ভিত্তিক প্রমোশন/ উত্তীর্ণ চিন্তায় সারা বিশ্ব । এক্ষেত্রে এলএলবি পাশ করা শিক্ষার্থী ২ও৪ বছর কোর্স শেষ করে শিক্ষানবিশ হিসেবে প্রাকটিস ও বার কাউন্সিল পরীক্ষা নিতে আরও প্রায় ৪/৫ বছর লেগে যায় । এমতাবস্থায় অনেক শিক্ষার্থী পরলোক গমন করেছেন অনেকে অসুস্থ এবং বেকার হয়ে পরিবারের অভিশাপ বোঝা নিয়ে বিনা বেতনে প্রধানমন্ত্রীর শেষ হাসিনার বেকারমুক্ত বাংলাদেশে বেকারের বোঝা বয়ে চলছে এলএলবি পাস করে এমসিকিউ উর্ত্তিন শিক্ষানবিশ আইনজীবী সনদ প্রত্যাশীগণ ।

শীত মৌসুম দেশগুলোও করোনা থেকে দেশ ও জনগণকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নিয়ম মেনে সতর্কতা অবলম্বনে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেষ হাসিনা বিশেষ নিরাপত্তার কথা ভাবছেন এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শিক্ষানবিশ আইনজীবিরা সনদ পেতে পারেন বিজ্ঞ আইনজীবীগণ মত প্রকাশ করেন। যা আইনের নিয়মনীতির ভিতরে বাধা নেই।

আসছে শীত। শীতের এই সময়টায় ঠাণ্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়। যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকে অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়। যা কোভিড ১৯ জটিলতার কারণ হতে পারে।

”বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের কাশি, কোল্ড অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। ঠিক সময়ে সনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতেও রূপ নিতে পারে।”

ঠাণ্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে। তাই এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নেয়া অসম্ভব। তাই সেশনজট ও করোনা ভাইরাস সমস্যা থেকে বাঁচাতে সুরক্ষার জন্যে শিক্ষার্থীদের বিষয়ে বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান ঝুকি নিতে নারাজ। তাই বিশেষ পদ্ধতি ও প্রমোশনের মাধ্যমে ২০২০ বিশ না দিয়ে মধু ইয়ারে শিক্ষার্থীদের সাফল্য দিয়েছেন।

২০২০ ইং সালে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষানবীশ আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সরাসরি আইনজীবী হিসেবে তালিকাভুক্তি করে আদালতে প্র্যাকটিস করার অনুমতি প্রদান করা হয়ে পড়েছে অত্যাবশ্যক।

শিক্ষানবিশদের দীর্ঘ সময় নষ্ট ও ৩ ধাপ পরীক্ষা বিশ্বের কোনো বারে নাই তাই এলএলবি পাস করা এমসিকিউ উর্ত্তিণ সকলেই উদাহরণ স্বরুপ বলেন ,১৯৭২ ইং সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান করেছিলেন।
১৯৭১ ইং সালে দেশ যুদ্ধ বিধস্ত ছিলেন-এখন করোনা ভাইরাসে সংক্রমণে দেশ বিধ্বস্ত ।

জরুরী প্রঞ্জাপন জারীর মাধ্যমে নোটিশ প্রদান করে অতিদ্রুত কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষানবীশ আইনজীবীদের আকুল আবেদন।

শিক্ষানবিশ আইনজীবীগণ তাঁরা বার কাউন্সিল সনদ দিতে এলএলবি পাস ও মেধা যাচাই পরীক্ষায় এমসিকিউ উর্ত্তিন শিক্ষার্থীদের সনদ দিতে বাধা নেই বলে বলেন,
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 27(1)(d),
40 (1) এবং 40 (2) (m) অনুযায়ী গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারি উর্ত্তীর্ণদের সনদ প্রদান করতে কোনো বাধা নেই। উপরোক্ত দুইটি অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারি উর্ত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে পারেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর..
© All rights reserved © 2021 Deshomanusherbarta24
Theme Customized BY WooHostBD