সরকারী নির্দেশনা আর স্বাস্থ্য বিধি মেনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনী হিন্দু পাড়া এলাকায় শ্রীশ্রী রাম মন্দির মন্ডপে পালিত হয়েছে মহা অস্টমী শারদীয় দূর্গা পূজা । গটপূজা আর সন্ধ্যায় ষষ্টী পূজা করার মাধ্যমে পূজার মূল কাজ শুরু হয়েছে। এখন তিথি অনুযায়ী দশমী দিন পর্যন্ত অনুষ্ঠিত হবে নানা পূজা।
আজ ২৪ অক্টোবর দুপুর ১২টা ১ মিনিটে বৈরাগী বাড়ী পূজা মন্ডপসহ জেলার সকল পুজা মন্ডপে করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
সরকারের ৭ দফা মেনে পালন করা হচ্ছে দূর্গা পূজা। যাতে এ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে করোনা সংক্রমিত না হতে পারে।
এ ব্যাপারে শ্রীশ্রী রাম মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ জানান, এবার আমরা সরকারী নির্দেশনা মোতাবেক পূজা পালন করছি। আমরা আলোক সজ্জা থেকে শুরু করে কোন কিছুই করেনি। এতে আমাদের খরচ অনেকটাই কমে গেছে। আমাদের বাসায় দীর্ঘদিন যাবত দূর্গা পূজা পালন করা হয়ে থাকে। সরাকরী নির্দেশনা মেনে আমরা পূজা পালন করছি। তবে তিথি অনুযায়ী যা যা করা দরকার তার সবই আমরা করবো।
এসময় তিনি আরো বলেন, বিগত বছর গুলো থেকে এবারের আয়োজন সিমিত আকারে করা হয়েছে।প্রশাসনের ভালো সহযোগীতা পাচ্ছি। পূজামণ্ডপে বিশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন নিরলস ভাবে কাজ করছে।