বাবুগঞ্জে ২৪ টি পূজা মন্ডপে মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে দূর্গাপুজা উৎসবের জন্য প্রায় এক লাখ টাকার অনুদান বিতরণ করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
রবিবার দুপুর ২ টায় তিনি মন্দির ও পূজা কমিটির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা শাহে আলম শিকদার, যুবলীগ নেতা রিপন শিকদার, বাবুগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র পাল,সাধারণ সম্পাদক দিলিপকুমার রায়সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।