নিজস্ব প্রতিনিধিঃ ২০০৬ সালের এই দিনে
বি এন পি, জামাতের দুর্নিতি আর দূর শাসনের ৫ বছর ক্ষমতার শেষ দিন।কিন্তু চার দলিয় জোট সরকার সে সময় পুনরায় ক্ষমতা থাকার ষড়যন্ত্র করে। তাদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দেশরত্ন শেখ হাসিনা লগি বৈঠা আন্দোলনের ঘোষনা দেন।সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতা কর্মি সে আন্দোলনে অংশগ্রহন করে ঢাকার রাজপথে। কিন্তু অপর দিকে বাইতুল মোকারমের উত্তর গেইট থেকে জামাত ইসলাম ঘোষনা করে বৃষ্টির মত গুলি করে আওয়ামিলীগের নেতা কর্মিদের দমন করার।
বি এন পি,জামাত আর প্রশাসনের অমানবিক নির্যাতনের মুখে আওয়ামিলীগের বিশাল কর্মিবাহিনি পিছু হঠতে বাধ্য হয়।সে কঠিন দুরসময়ে রাজপথে গোটা আওয়ামী পরিবারের পতাকাটি বহন করেছিলেন তৎকালিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সংগ্রামী সভাপতি ও বতর্মান ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল হাসান রিপন। সে আন্দোলনটি ছিলো আওয়ামী লীগের আগামি দিনের পথ চলার অন্যতম চ্যালেঞ্জ।