মোত্তালিব সরকার বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার জামাইল গ্রামে এক গৃহবধু (২২) কে গণধর্ষণের অভিযোগে মুল অভিযুক্ত রবিউল ইসলাম রুবেল (১৯) ও আব্দুল জলিল (৩২) সহ ঘটনা ধামাচাপার চেষ্টাকারী সাইফুল ইসলাম (৫৫) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে শেরপুর থানায় ধর্ষণের অভিযোগ ও ধামাচাপা দেয়ায় ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গত সোমবার বেলা ১১টার দিকে আসামী রবিউল ইসলামের বাড়িতে ওই গৃহবধুকে জোরপুর্বক ধর্ষণ করে রুবেল ও জলিল। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালীরা। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।