সাজেদা ইসলামঃ গতকাল ২৭/১০/২০২০ইং তারিখ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আওতাধীন উত্তর আজিমপুর এলাকায়, “”শ্রমিকদের ন্যায্য দাবি অধিকার বিষয়ে”‘ নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ইউএফজি ডব্লিউ এর যুগ্ন আহ্বায়ক মোঃ কবির হোসেনের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪/১০/২০২০ তারিখে গঠিত 9 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন পত্র গ্রহণ করেন আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর নিকট থেকে (সভাপতি ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ফেডারেশন এবং জাতীয় শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগের এক নং সাংগঠনিক সম্পাদক) উক্ত আলোচনা সভা শেষে মোঃ কবির হোসেন ইন্ডাষ্টিয়াল পুলিশ সুপার জনাব সাখাওয়াত হোসেনের হাতে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়ার্কার্স নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির ফরম তুলে দেন । এসময় মোঃ কবির হোসেন বলেন, আমরা যেন শ্রমিকদের যে কোন ন্যায্য দাবি পূরণে সক্ষম হই এবং শ্রমিকদের সুখে-দুখে পাশে থেকে তাদের সমস্যার সমাধান করতে পারি। তাছাড়া মোঃ কবির হোসেন ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার জনাব সাখাওয়াত হোসেনের ভূয়সি প্রশংসা করে তার নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।