নিজস্ব প্রতিনিধিঃ আমি হারুনর রশীদ মুন্না বৃহত্তম ডেমরা থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ দলের প্রধান সম্বনায়ক ২০০৮, ২০১৪,২০১৮,ও ২০২০ সালে ঢাকা-০৫ উপ-নির্বাচনে সম্বনায়ক দায়িত্ব পালন করেছি।
বিগত ১২ বছর বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় ছিল এবং আছে। ঢাকা-৫ নির্বাচনী এলাকায় ,স্কুল কলেজ মাদ্রসায় ও টার্মিনাল অতীতে কোথাও কোনো ধরনের সুযোগ সুবিধা নেইনি।
ইনশাআল্লাহ আগামী ৩ বছর ও আমি হারুনর রশীদ মুন্না বলছি, কোথাও থেকে সুযোগ সুবিধা নিবো না, আমি আমার ক্ষমতার কোনো অপব্যবহার করিনি আর করবোনা ইনশা-আল্লাহ্ এটাই আমার প্রতিজ্ঞা।
জয় —-বাংলা –জয় —-বঙ্গবন্ধু।
হারুনর রশীদ মুন্না
সাধারণ সম্পাদক
যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ,ঢাকা মহানগর দহ্মিন।