মোত্তালিব সরকার, বগুড়া প্রতিনিধিঃ গত (২৯ অক্টোবর ) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আসন্ন পৌর নির্বাচন উপলক্ষ্যে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার কার্য্যলয়ে নির্বাচনী মত বিনিময় করেন, বিএনপি মনোনয়ন প্রত্যাশী জানে আলম খোকা। মত বিনিময়কালে জানে আলম খোকা বলেন, আপনারা যারা মিডিয়া নিয়ে কাজ করেন, তাদেরকে সমাজের দর্পণ জাতির বিবেক বলা হয়। আবার অনেকে আপনাদের আয়না বলেও আখ্যায়িত করেন থাকেন, কারণ বস্তুুনিষ্ঠ আর সত্য প্রকাশ আপনাদের অঙ্গীকার। আর সেই প্রত্যাশা নিয়েই আপনাদের সাথে আমার আজকের এই মত বিনিময়, আপনারা সবাই স্থানীয় সাংবাদিক, তাই বিগত বছরে আমি পৌর মেয়রের দায়িত্ব পালন করা অবস্থায় আমার কর্মকান্ড এবং পৌর উন্নয়ন সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। পাশাপাশি দলের জন্য আমার যে ত্যাগ সে সর্ম্পকেও আপনারা অবগত, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের জানাচ্ছি যে, আসন্ন শেরপুর পৌর নির্বাচনে আমি বিএনপি মনোনয়ন প্রত্যাশী। আপনারা সহ প্রত্যেক পৌরবাসী পৌর শহরের চিত্র সম্পর্কে অবগত, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে পৌরবাসী তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন বলে আমি শতভাগ বিশ্বাস করি। আর আমি নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি ওর্য়াডের যে জরাজীর্ণ চিত্র তার পরিবর্তন ঘটিয়ে পৌরবাসীকে একটি মডেল পৌরসভা উপহার দিব ইনশাআল্লাহ। এদিকে আসন্ন এবারের পৌর নির্বাচনে যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী তারা প্রত্যেকেই হ্যাবি ওয়েট বলে মনে করছেন শেরপুর পৌরবাসী।