প্রধান প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকাশ্যে বহুতল ভবনে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে গতকাল ২ নভেম্বর ২০২০ ইং তারিখ দুপুর ২ টা ৩০ মিনিট থেকে পঞ্চপট্টি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ এ মানববন্ধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। তার সাথে ছিলেন ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী। এই সময় চেয়ারম্যান খন্দকারলুৎফুর রহমান স্বপন বলেন, আজকে আমরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছি। যদিও আমরা ফ্রান্সে গিয়ে কিছু করতে পারবো না তারপেরও আমরা যার যার নিজের স্থানে থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্বের সকল মুসলিম যদি নিজেদের যায়গা থেকে প্রতিবাদ করে তাহলে মহান আল্লাহ তায়ালা খুশি হয়ে তার দরবার থেকে একটি ভালো ফয়সালা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ।