নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের একজন দক্ষ ও সৎ, নির্ভীক সদস্য মোস্তফা হোসেন চৌধুরী। যিনি করোনা কালীন সময়ে-তার গঠিত টিম মোস্তফা এর মাধ্যমে মানুষের দাফন-কাফনের এবং জানাযার ব্যবস্থা করেছেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য হবার পর থেকেই রাস্তাঘাটের উন্নয়নে তিনি সব সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর পাশে ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবা দেওয়া চলমান রাখতে গিয়ে কিছুদিন আগে তিনি এবং তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তবুও হার মেনে যায় নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে ঘরে ফিরেন। কিন্তু এখনো তার সহধর্মিণী অসুস্থ অবস্থায় রয়েছেন। তাই একজন আদর্শবান স্বামী হিসেবে অনেকটাই চিন্তিত এই জেলা পরিষদ সদস্য। আজ তার সহধর্মিণীর জন্মদিন।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তার সহধর্মিণী কে জানান, একজন মমতাময়ী “মা”, আদর্শ শিক্ষক,গুনবতী স্ত্রী, সর্বপরি মানবিক দায়িত্ব সম্পন্ন একজন মানুষ গুলশান আখতারের এর আজ জন্ম দিন। শুভ হউক তোমার জন্মদিন। তুমি অচীরেই সুস্থ হয়ে উঠবে।