নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ছিলেন জাতীয় চার নেতা। ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই চার নেতা মুজিবনগর সরকার গঠনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু সহ এই শহীদ জাতীয় চার নেতার রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়ে বিনম্র শ্রদ্ধা জানালেন হারুনর রশীদ মুন্না, সাবেক সাধারণ সম্পাদক, বৃহত্তর ডেমরা থানা আওয়ামীলীগ,সাবেক সাধারণ সম্পাদক,অবিভক্ত ডেমরা থানা আওয়ামীলীগ, বর্তমান সাধারণ সম্পাদক,যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ,প্রধান সমন্বয়ক-১৪ দল, ঢাকা-৫ নির্বাচনী এলাকা,প্রধান নির্বাচনী সমন্বয়ক,ঢাকা-৫ উপ-নির্বাচন, ২০২০।