নিজস্ব প্রতিনিধিঃ ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই চার নেতা মুজিবনগর সরকার গঠনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু সহ এই শহীদ জাতীয় চার নেতার রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়ে বিনম্র শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব মোঃ আওলা হোসেনের পক্ষে ঢাকা-৪ আসন কদমতলী থানা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রনি।