নিজস্ব প্রতিনিধিঃ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় পুরো গোটা মুসলিম বিশ্ব প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। ঠিক সেই লক্ষ্যে, আমাদের বাংলাদেশের আলেম-ওলামা এবং ঈমানদার মুমিন, সকল মুসলিম ভাইয়েরা আখেরি জামানার শেষ নবী আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে যারা কটুক্তি বা ব্যঙ্গচিত্র তৈরি করে তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং যারা এই জঘন্যতম অপরাধের সাথে জড়িত তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামীন হেদায়েত নসিব করেন এই কথাই বললেন ঢাকা-৪ আসন কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন রনি। তিনি আরো বলেন, আসুন সকলে নামাজ পড়ি, পাপ কাজ থেকে বিরত থাকি, সকলে আল্লাহর পথে চলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) তরিকা অনুযায়ী চলি।