রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শহীদ নগর ইউনিট আওয়ামীলীগ কার্যালয়ে ৬/১১/২০২০ ইং তারিখ রাত ৭:৩০ মিনিটে মালেক সংসদের ছায়া-শহীদ নগর ‘আনন্দ’ ক্রীড়া সংসদের ১৭তম বর্ষপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সংগঠনের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবসমাজের অহংকার মাদক নির্মূলের জন্য যিনি বদ্ধ পরিকর, দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু, কুতুবপুর ইউনিয়ন মালেক সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং “আনন্দ” ক্রীড়া সংসদের পৃষ্ঠপোষক মোঃ আব্দুল মালেক মুন্সী।অনুষ্ঠানের শুরুতে মোঃ আব্দুল মালেক মুন্সীকে ফুল দিয়ে বরণ করে নেয় “আনন্দ” ক্রীড়া সংসদ এর সদস্যবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ নগর আওয়ামী লীগ ইউনিট সভাপতি হাসেম ভুইয়া, শহীদ নগর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হাজী গাজী মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন মালেক সংসদের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোঃ আব্দুল মালেক মুন্সি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কোরআন-হাদিসের আয়াতের ছবি উপহার দেন “আনন্দ” ক্রীড়া সংসদের সকল সদস্যবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় হাজী গাজী মোল্লা বলেন, “আনন্দ” ক্রীড়া সংস্থাটি সত্যিই প্রশংসার দাবিদার মাদক নির্মূল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রমে এই সংস্থাটি যুব সমাজকে ধ্বংসের পথ থেকে রক্ষা করেছে। যুব সমাজের অহংকার। আজকের যুব সমাজই পারে আগামী দিনের ভবিষ্যৎ কে উজ্জ্বল করতে। দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে আজ ১৭ বছরে পদার্পণ করল। আমি এই সংস্থাটির সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ‘আনন্দ’ ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহ আলী। সভাপতিত্ব করা কালীন তিনি নবগঠিত “আনন্দ” ক্রীড়া সংসদের সকল সদস্যদের নাম ঘোষণা করেন। যার মধ্যে পুনরায় সভাপতি হিসেবে রয়েছেন মোঃ শাহ আলী, সাধারণ সম্পাদক রিপন দাস, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল হোসেন জনি, ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক রাজু সহ রাজিব, সাইফুল সাদ, ইউসুফ মামুন সহ সংগঠনটির নবগঠিত সকল সদস্য উপস্থিত ছিলেন।
সর্বশেষে গরীবের হাতেম তাই উপাধি খ্যাত মোঃ আব্দুল মালেক মুন্সি নবগঠিত “আনন্দ” ক্রীড়া সংসদের সদস্যবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কেটে ১৭ বছর পূর্তি উদযাপন করে।