আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মামুন ভূঁইয়া বলেন এমপি শামীম ওসমান ভাই আমাদের জন্য তিনি হলেন একজন বটবৃক্ষের মতো ।মামুন ভূইয়া পৌর নির্বাচনে সর্মথিত ছগির আহম্মেদকে মেয়র প্রার্থী ঘোষণা করেন।
শুক্রবার ( ৬ নভেম্বর ) সন্ধ্যায় সোনারগাঁয়ের গোয়ালদীতে তার বাসভবনে সোনারগাঁও পৌরবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও ফারিয়া গ্রুপ অফ কোম্পানীর ব্যবস্থাপক পরিচালক ফেরদৌস ভুইয়া মামুন বলেন, হুমকি ধামকিতে ভয় পাই না। এর আগেও অনেক হুমকি ধামকি এসেছে পৌরসভার ভোট জোড় করে নিয়ে নিবে কিন্তু আমরা পৌরবাসীকে সাথে নিয়ে জয়লাভ করেছি। ভবিষ্যতেও আমরা পৌরবাসীকে নিয়ে জয়লাভ করবো। সাদেক ভুইয়াকে নির্বাচিত করেছিলাম। তিনি করবেন বলে ফুলজুড়ি ছেড়েছিলেন, কিন্তু কি করতে পেরেছেন সেটা আপনারাই বলতে পারবেন। ছগীর আহম্মেদ একজন যুবক, সে আপনাদের জন্য করতে পারবে। আমি আমার সাধ্যমত তাকে সহযোগিতা করবো।
এসময় মামুন ভূইয়া আরও বলেন, নারায়ণগঞ্জে ব্যবসা করি। মানুষের মুখে শুনি আমাকে নাকি সেখান থেকে ব্যবসা বন্ধ করে দিবে। আমি তাদের উদ্দেশ্যে বলি, বিকেএমইএ অফিসের দায়িত্বে আছেন সেলিম ওসমান সাহেব যিনি আমাদের অভিভাবক তিনি আমাদের দেখবেন। এছাড়া শামীম ওসমান সাহেব আমাদের বটবৃক্ষের মতো, ওনাকে আমরা বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি।