মোখলেছুর রহমান তোতা,ফতুল্লা প্রতিনিধিঃ
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আপোষহীন নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ১ নং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন রেজিঃনং (৩৭৫৫) এর পাগলা শাখার নবগঠিত কার্য়করী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে উপস্থিত পাগলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের উদ্দ্যেশে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেন, আমি ৩০ টি বেসিক ইউনিয়ন প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে লোড আনলোড শ্রমিক ইউনিয়ন আমার দ্বিতীয় সংগঠন।এটি আমার প্রাণের সংগঠন। লোড আনলোড শ্রমিক ইউনিয়নের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিগত সময়ে এ সংগঠন শ্রমিকদের কল্যানে যেভাবে কাজ করেছে আগামীতেও যেনো সেভাবে কাজ করে । কেননা এই সংগঠনের গতিশীল নেতৃত্বের কারনেই মধ্যস্বত্বভোগীদের বিদায় ঘন্টা বেজেছে। দালালদের খপ্পর থেকে শ্রমিকরা মুক্তি পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা শাখার নবগঠিত কার্য়করী কমিটির সভাপতি মো: অহিদুর রহমান , সাধারণ সম্পাদক মো: বশির মোল্লা সরদার,কার্য়করী সভাপতি মো: নুরু হাওলাদার সরদার, সহসভাপতি মো: অলি আহম্মেদ সরদার, সহসম্পাদক আব্দুল কুদ্দুস ভুইয়া সরদার, সাংগঠনিক সম্পাদক মো: সুমন সরদার, কোষাধ্যক্ষ মো: মোস্তফা মৃধা সরদার, প্রচার সম্পাদক মো: বাবুল মিয়া সরদার, কার্য়করী সদস্য মোকসেদ সরদার, মো: নুরু আকন্দ সরদার, মো: রহমতউল্লাহ (জামাই) সরদার, মো: আলমাছ সরদার, মো: আব্দুল রাজ্জাক সরদার প্রমুখ।