1. admin@deshomanusherbarta24.com : admin :
আদর্শ নগর এলাকায় ভোর সকালে দুর্ধর্ষভাবে দুইটি মোটর সাইকেল চুরি - দেশ ও মানুষের বার্তা
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গণধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ফেরদৌস আলম ভূঁইয়া মিঠু কৃষকদলের দাপটে সেলিমের ড্রেজার ব্যবসা:প্রতিবাদ করায় হামলা ও চাঁদা দাবি “”ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশেই গড়ে উঠেছে মাদকের ঘাটি “” আলহাজ্ব  গিয়াস উদ্দিনকে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসন এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে চাই- হানিফ মাতুব্বর  লেবাননে ভিসা প্রাপ্তদের ম্যানপাওয়ার বহির্গমনের অনুমতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন বাংলাদেশের নাইম আবারো ইন্টারন্যাশনাল মেডেল জয় করলো বিদেশের মাটি থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন জুনিয়র স্কলার স্কুল ও নূরবাগ যুব ফোরামের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ফতুল্লায় এশিয়ান টেলিভিশনের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানালেন চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু

আদর্শ নগর এলাকায় ভোর সকালে দুর্ধর্ষভাবে দুইটি মোটর সাইকেল চুরি

রিপোর্টার নাম:
  • আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৩৭ বার পঠিত

রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের আদর্শ নগর এলাকায় প্রতিদিনের ন্যায় গত ২/১১/২০ ইং তারিখ রাত্র অনুমান ১১.০৩ মিনিটে মোঃ মাসুদ রানা (২৪), পিতা-মৃত মালেক মিয়া, সাং- আদর্শনগর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর নিজস্ব আরটিআর মোটরসাইকেল, মূল্য অনুমান ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা, রেজিঃ নং-ঢাকা-মেট্রো- ল-২০-৭৭০২, সিসি-১৬০, ইঞ্জিন নং-ওই৪ডিজে২৮১০৩৫০, চেসিস নং-এমডি৬৩৪ কেই৪৬জে২ডি০৮৮৭৯, রং-লাল এবং শরিফ আহম্মেদ (৪০), পিতা-আব্দুল লতিফ পাটোয়ারী, সাং- আদর্শনগর, কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ এর নিজ নামিও এপাচি আরটিআর মোটরসাইকেল, যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ল-৩৬-৭৯৪৮, চেসিস নং-এমডি ৬৩৪কেই৪বিজে২এ৬০৪৮৭, ইঞ্জিন নং-ওই৪এজে২৯৬২৪২২, রং- বুলু নিজ এলাকার গ্যারেজে তালাবদ্ধ করে রাখে।

উল্লেখিত মোটরসাইকেল দুইটির মালিক ৩/১১/২০ইং তারিখ সকালে বাহির হয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় গ্যারেজ থেকে মোটরসাইকেল দুইটি আনতে গেল দেখে তাদের মোটরসাইকেল দুটি নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তারা মোটরসাইকেল দুটি পায়নি। পরে পার্শ্ববর্তী বাসার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায়, দুইজন হেলমেট পরিহিত পুরুষ ব্যক্তি গত ৩/১১/২০ ইং তারিখ ভোর সকাল ৫ঃ৩৮ ঘটিকার সময় আদর্শনগর গলি হইতে মোটরসাইকেল দুটি সুকৌশলে দুর্ধর্ষ ভাবে চুরি করে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করা হয়। যাহার নং-এস২-১১৯৫৮। জিডিটির তদন্তাধীন রয়েছে এসআই আশিক কুমার। ভুক্তভোগী চুরি হয়ে যাওয়া মোটরসইকেলের মালিক শরীফ এবং মাসুদ প্রশাসনের কাছে মোটরসাইকেল দুটি ফিরে পাবার জন্য এবং এ ঘটনার সাথে যারা জড়িত সেই দুর্ধর্ষ চোরদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সুদৃষ্টি কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরও খবর..
© All rights reserved © 2021 Deshomanusherbarta24
Theme Customized BY WooHostBD