বাবুগঞ্জের কৃতি সন্তান, বরিশাল জেলা পরিষদের সদস্য, যুবলীগ নেতা সমাজ সেবক মাইনুল হোসেন পারভেজ করোনামুক্ত হলেন।
তার করোনামুক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রাজধানী ঢাকায় অবস্থিত স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎস্যকরা।
গত ০২ নভেম্বর জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ঐ পরীক্ষার ফল পজিটিভ আসে।
পরে বিষেশজ্ঞ চিকিৎস্যকের তত্বাবধায়নে চিকিৎস্যাধীন ছিলেন। পরে ০৩ নভেম্বর গুরুতর অসুস্থ্য হলে ঢাকায় প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় গত ০৮ নভেম্বর তার করোনা নেগেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থার কিছুটা অপরিবর্তিত থাকলে রাজধানীর স্কয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎস্যকের তত্বাবধায়নে আছেন।
তার সুস্থ্যতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।