নিজস্বব প্রতিনিধিঃ কুতুবপুর ৪, ৫ নং ওয়ার্ডে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার ১০ টাকা কেজির চালের শুভ উদ্ভাবন করলেন কুতুবপুর ৫ নং ওয়াডের মেম্বার জনাব আলাউদ্দিন হাওলাদার ও ৪ নং ওয়াডের মেম্বার মোঃ জামান মিয়া, শাহাবুদ্দিন দেওয়ান, গেসু মিয়া, ডিলার সানাউল্লাহ ও এলাকার মুরাব্বী গন। এসময়় ১০ টাকা মূল্যের ১০ কেজি চাল কার্ড অনুযায়ী বিতরণ করা হয়।