মোকলেছুর রহমান তোতাঃ দৃষ্টি প্রতিবন্ধী শহিদুলের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ালেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মীর হোসেন মিরু।
সোমবার বাদ যোহর পাগলা রেলষ্টেশন এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী শহিদুলের স্বপ্ন বাস্তবায়নে একটি টং দোকান ও ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ তুলে দেন হাজী মো: মীর হোসেন মিরু।
দৃষ্টি প্রতিবন্ধী শহিদুল স্ত্রীকে সংগে নিয়ে কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো হাটে বাজারে আবার কখনো মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরিবারের সন্তান সন্ততিদের মুখে দুইবেলা দুইমুঠো খাবার তুলে দিতেন আর স্বপ্ন দেখতেন তার বড় ছেলে রাকিবুল ইসলাম ও মেঝো মেয়ে শুর্মিলাকে নিয়ে।নিজে দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া তাই তিনি তার বড় দুই সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্ত্রীকে নিয়ে শহিদুলের পথ চলা ছিল সুকান্তের রানারের মত। বড় ছেলে রাকিবুল ইসলাম তোলারাম কলেজে বি এ পড়ছে মেঝো মেয়ে শুর্মিলাও একই কলেজে আই এ”র ছাত্রী। তার অন্য দুই সন্তান আলামিন ও মিম এখনো অনেক ছোট। কিন্তু করোনা কালীন সময়ে দেশে লকডাউনে প্রতিবন্ধী শহিদুলের পরিবারে চরম অভাব অনটন দেখা দেয়, সরকারি ত্রান সহায়তা যা পেয়েছে তা দিয়ে কোনমতে চললেও ছেলেমেয়ের পড়াশুনার খরচ চালাতে গিয়ে যখন হিমসিম খাচ্ছিলেন তখন মিরুর দ্বারস্থ হন। মিরুর নিকট তুলে ধরেন তার স্বপ্নের কথা। মানবিক মীর হোসেন মিরু শহিদুলের ছেলেমেয়েরা যেনো আলোকিত মানুষ হয়ে দৃষ্টি প্রতিবন্ধী বাবার মুখে হাসি ফোটাতে পারেন সেলক্ষ্যে শহিদুলকে একটি টং দোকান ও ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ তুলে দেন।