প্রধান প্রতিবেদক, ইব্রাহিম রানাঃ ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের ১ নং যুগ্মসাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক সুশান্ত
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। এই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির জন্য দোয়া চেয়ে নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। আওয়ামী যুবলীগ যেন সব সময় মানুষের পাশে থাকে, মানুষের সেবা করতে পারে মানুষকে সঠিক পথে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারে সেই ব্যাপারে লক্ষ্য রাখার জন্য তিনি নেতাকর্মীদের আহবান করেন।
অনুষ্ঠানে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় এবং নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক সুশান্ত। আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর সমন্বয়ে সার্বিক ব্যবস্থায় ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক সোহাগ শাহরিয়ার, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম মুন ও কদমতলী থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ জিহাদ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।