অনলাইন নিউজ পোর্টাল Dibaratri.com এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবলীগ নেতা মো: আব্দুল মালেক মুন্সি।ইফতিখার আলম রবিন নামে এক ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডিতে Dibaratrinews.com এ প্রকাশিত “এক সময়ের টোকাই মালেকের অর্থের উতস মাদক ও অস্ত্র ব্যবসা ” শীর্ষক এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ফলে সমাজ ও জাতি উপকৃত হয়।আমি মাদক ব্যবসায়ীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় উল্টো আমাকেই মাদক ব্যবসায়ী বানিয়ে সংবাদ প্রকাশ করা হয়।এটা হাস্যকর। যারা এই মহান পেশায় জড়িত তাদের নিকট অনুরোধ সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় লিপ্ত না হয়ে সুন্দর সমাজ গঠনে ও মানুষের কল্যানে কাজ করার অনুরোধ জানাই।আমি সন্ত্রাস, চাদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।