নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার শাহজাহানপুর থানাধীন সাং-৫৩২/২ শহীদবাগ এলাকায় অলি তাজ মনি ওরফে মোঃ আকবর আলী (৪৪) নামে একজন বাড়িওয়ালার ৫ (পাঁচ) তালা ১টি বাড়ি ছিল। যেখানে মাস শেষে ভাড়াটিয়াদের থেকে ২ (দুই) লক্ষ টাকা পেত। পাঁচ বছর পূর্বে ‘আল ইহসান রিয়েলটর লিঃ’ অলি তাজ মনি এবং আরো অংশীদারের জমি একত্রিত করে ভবন নির্মাণের জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়। অত্যাধুনিক ভাবে ব্রুশিয়ার, সয়েল টেস্ট, বিল্ডিং এর নকশা করিয়ে রাজউকের অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে। ব্রুশিয়ারে আল-ইহসান দারুল ইহসান প্রজেক্ট নামে এসক্লুসিভ রেসিডেন্সিয়াল বিল্ডিং ৭.৩০ কাঠা জমির উপর ৩৬ টি অ্যাপার্টমেন্ট, স্টোরিড অফ বিল্ডিং- জি+৯= ১০ স্টোরিড, সাইজ অফ অ্যাপার্টমেন্টস- ইউনিট এ-১৫৫০ এসএফটি, ইউনিট বি-১২৬০ এসএফটি, ইউনিট সি-১১২০ এসএফটি, ইউনিট ডি-১০৫০ এসএফটি, টোটাল কার পারকিং-১৩ নোস করার কথা ছিল এবং হ্যান্ডওভার ৩১-১২-২০ ইং এর মধ্যে করার প্রতিশ্রুতি ছিল ‘আল-ইহসান রিয়েলটর লিমিটেডের। কিন্তু ফ্লাট বিক্রি হলেও পাইলিং এর কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। সরেজমিনে সাংবাদিকরা গিয়ে দেখতে পায়-পাইলিং এর কাজ অদক্ষ শ্রমিক দিয়ে হচ্ছে, নেই কোন ইঞ্জিনিয়ার, নিম্নমানের বালু, স্বল্পমূল্যের টাইগার সিমেন্ট, দীর্ঘদিনের জমপড়া রড, নিম্নমানের পাথর দিয়ে কাজ করছে। এছাড়া বৈদ্যুতিক তার ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী জমির অংশীদার অলি তাজ মনি গত ১৮/০৭/২০ইং তারিখ উপ-পুলিশ কমিশনার মতিঝিল বিভাগের একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং গত ২৬/৮/২০ ইং তারিখ অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলামের মাধ্যমে এডি রেজিস্ট্রিকৃত ১টি “লিগ্যাল নোটিশ” ‘আল এহসান রিয়েলটর লিমিটেড এর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পাঠান। জানা যায়, এই ডেভলপার কোম্পানী টির মাধ্যমে জমির অংশীদারদের সাথে অসদাচরণ ভয়-ভীতি ও মিথ্যা মামলা ফাঁসানোর হুমকি প্রদর্শন করা হচ্ছে প্রতিনিয়ত।