নিজস্ব প্রতিনিধিঃকায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চনপাড়ায় শেখ রাসেল নগরে অনেক রাস্তা খারাপ, জনগণের দুর্ভোগ এড়াতে তাই আজ মঙ্গলবার ১৭/১১/২০ ইং তারিখ স্বাধীনতা পুরস্কার-২০২০ উপাধি প্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এর নির্দেশে এবং তার নিজস্ব অর্থায়নে চনপাড়া শেখ রাসেল নগরে কবরস্থানের ৩টি রাস্তা সহ মোট ৭টি রাস্তার পুনঃ নির্মাণ এর জন্য কায়েত পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান এর নেতৃত্বে পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা কার্যকরী পরিষদের সদস্য এস.এম ইব্রাহিম, চনপাড়া শেখ রাসেল নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা খান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শেখ রাসেল নগর ছাত্রলীগের সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্ণালী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাকিলা, চনপাড়া শেখ রাসেল নগর স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি তারেক, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম রানা, চনপাড়া শেখ রাসেল নগর ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, মহিলা নেত্রী জাহানারা।