ঢাকা ডিভিশন বিশেষ প্রতিনিধি, আরিফ হাওলাদারঃ ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা নাঈম ইদরানের ২৪ তম জন্মদিনে বন্ধু মহল সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন সহ ঢাকার বিভিন্ন স্থানে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১৭ নভেম্বর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ রেল স্টেশন ও ঢাকার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ২৪ তম জন্মদিনে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা নাঈম ইদরান জানান প্রতি বছর আমার জন্মদিন পরিবার বন্ধুদের সাথে পালন করলেও এবারের আমার জন্মদিন টা একটু ব্যতিক্রম ভাবে করার চেষ্টা করেছি। ইতিমধ্যে শীত এসে পড়েছে যাদের নিজেদের থাকার কোন জায়গা নেই রাস্তায় ঘুমিয়ে দিন রাত কাটে আর এই শীতে কতো কস্ট করতে হয়। তাই তাদের কথা চিন্তা করে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে সেই সকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ তাদের পাশে দাড়াতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।
এসময় নাঈম বন্ধু মহলের এই ব্যতিক্রমী আয়োজন এর সার্বিক সহযোগিতায় যারা কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু, রাজিব তালুকদার, মোঃকামাল,ইমরান হোসেন ইদরান, মোঃ রিপন, বনোফুল এন্টারপ্রাইজ, রিপন মাহামুদ, নাঈম বন্ধু মহলের, জয় হাওলাদার, মানিক,মিশাইল,সাব্বির,সাইফুল,ইমরান,,সজল,বাবু সহ অন্যান্যরা।