রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভা নির্বাচন আসন্ন। এই উপলক্ষে তারাবো পৌরসভা মেয়র জনাবা হাছিনা গাজী এবং তারাবো পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন বি এম আতিকুর রহমান আতিককে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে বরাবো বেকারির মোড়ে গতকাল রবিবার ২২/১১/২০ ইং তারিখ এক নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সবার প্রথমে কেরাত পাঠ করা হয় এবং আতিকুর রহমান আতিক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুর রহমান আতিক বরাবো গ্রামবাসীকে বলেন,
আপনাদের মূল্যবান ভোট আপনাদের আমানত আমাকে দিলে ইনশাআল্লাহ বিগত ৫ (পাঁচ) বছরে আপনাদের আমানত খেয়ানত করি নাই আগামী ৫ (পাঁচ) বছরেও খেয়ানত করব না। সেজন্য আমি বলতে চাই, আমাদের পৌর মাতা জনাবা হাছিনা গাজী পুনরায় আপনাদের সমর্থনে মেয়র হবেন, তাকে সহযোগিতা করার জন্য ৯ নং ওয়ার্ড কে ১ টি ডিজিটাল মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং পানী, জলাবদ্ধতার বাকি যে সমস্যাগুলো আছে তার পাশে থেকে নিরসন করব। আমি আপনাদের পাশে আছি এবং থাকব। সবাই হাছিনা গাজী এবং আমার জন্য দোয়া করবেন।
এ সময় তারাবো পৌরসভা ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই ওয়ার্ডের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।