রাহাদ হোসেনঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির উদ্দিন বেপারী এর নাতি মোঃ বাবু মিয়া, পিতা-মোঃ জামাল বেপারী, মাতা- মোসাম্মৎ রাবেয়া বেগম। বাবু মিয়ার দাদা মরহুম জহির উদ্দিন বেপারী এর সনদ পত্র নং-১৮৪৫৩৮, লাল মুক্তিবার্তা নং- ০৩১৭০৩০১৮৪, সেক্টর নং-১১। তিনি প্রতিবেদককের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় কে বলেন,
মাননীয় প্রধান মন্ত্রী মহোদয় এবং মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় আমার মরহুম দাদার পরিবার এখনো মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা পাচ্ছে। যাহা আমাদের বিশাল পরিবারের জন্য যথেষ্ট নয়। একজন মুক্তিযোদ্ধার নাতী হওয়া সত্ত্বেও আমার পরিবারের সদস্যবৃন্দ অর্ধাহারে অনাহারে রয়েছে। আমি ৮ম শ্রেণি পাশ করে দারিদ্রতার কারণে আর পড়াশোনা করতে পারিনি। বেকারত্বের সাথে দিন কাটাচ্ছি। অনেক জায়গায় চাকুরির জন্য গিয়েছি কিন্তু চাকুরি পাওয়া সম্ভব হয়নি। এমতাবস্তায় একজন বীর মুক্তিযোদ্ধার নাতী হিসেবে শুধু এতোটুকুই চাওয়া এই মুহূর্তে আমার একটি সরকারি চাকুরির ব্যবস্থা করে দিলে আমি আপনার কাছে চীর উপকৃত হব।