গোলাম মোস্তফা আরো বলেন, এ প্যাড বাংলাদেশের বহু স্টোরীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ও জনগোষ্ঠীর সহনশীলতা গড়ে তুলতে এবং জাতীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করার জন্য এনজিও, বেসরকারি সংস্থা, ব্যবসায়ী গোষ্ঠী, এবং সরকারের ব্যাপক অংশীদার ও সমর্থন নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক সিম্পোজিয়াম বিশেষ ভূমিকায় থাকবে।
এ সিম্পোজিয়াম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি: আইটি ও নওকি, এ প্যাডের প্রধান নির্বাহী কেনসুক ওনিশি, সিআইএস এ প্যাডের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান। সিআইএসের সদস্য মো. আরিফুল ইসলাম ও সাঈদ বিন আব্দুল্লাহ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মো. সাবিরুল ইসলাম বিপ্লব; যুগ্ম সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, গাজী হাবিবুর রহমান; ট্রাস্ট সদস্য (ডিসিএইচটি), ডাক্তার মোহাম্মদ ওমর শরীফ ইবনে হাসান; পরিচালক (ডিসিএইচ)।
এছাড়া উক্ত অনুষ্ঠানে সিআইএস ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।