প্রধান প্রতিবেদক, ইব্রাহিম রানাঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভা ৩ নং ওয়ার্ড এর রানিং কাউন্সিলর মোঃ রাসেল শিকদারের উদ্যোগে ২৭/১১/২০ ইং তারিখ শুক্রবার বিকেলে এলাকার জনগণ, মুরুব্বীদের নিয়ে এলাকার উন্নয়ন এর জন্য এবং আসন্ন নির্বাচনে তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী এবং কাউন্সিলর রাসেলকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় মেয়র হাছিনা গাজী ও কাউন্সিলর রাসেলকে পুনরায় নির্বাচিত করবে এ বিষয়ে আশ্বস্ত করে এলাকার জনগণ, মুরুব্বী এবং মা-বোনেরা কাউন্সিলর কে এলাকার সমস্যা এবং কি কি উন্নয়ন করতে হবে তা জানাতে গিয়ে বলেন, রাসেল শিকদার একজন সৎ মেধাবী কাউন্সিলর সে গত পাঁচ বছরে মেয়র হাসিনা গাজীর নির্দেশে অনেক উন্নয়ন মূলক কাজ সম্পাদন করেছেন।প্রথমত এলাকার জলাশয় নিরসনে সে একটি আট সিসির একটি ড্রেন নির্মাণ করেন যা ছিল আমাদের এলাকা বাসির কল্পনার বাহিরে। এলাকাটি নিচু হওয়ার কারণে বছরে প্রায় ৯ মাস ই পানি জমে থাকতো এবং আমাদের নৌকা দিয়ে চলাচল করতে হতো কিন্তু গত দুই বছরে রাসেল শিকদারের কারণে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাটা দূর হয়।আমাদের এলাকাটি খন্ড খন্ড হওয়াতে কিছু কিছু জায়গাতে এখনো কিছুটা দুর্ভোগ দেখা যায় এর মূল কারণ হচ্ছে বাজেট সমস্যা,আমরা আশা করি কাউন্সিলর রাসেল শিকদার সামনে এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন।মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এবং রাসেল শিকদারের অনুপ্রেরণায় আমাদের এলাকায় এখন মানুষ শতভাগ গ্যাস পাচ্ছে এতে করে আমাদের মা বোনদের কষ্ট লাঘব হচ্ছে। সর্বোপরি আমরা রাসেল শিকদারকে পুনরায় নির্বাচিত করতে চাই এতে করে আমাদের এলাকার বাকি সমস্যা গুলো সমাধান হবে বলে আমরা আশা করি।
এ সময় কাউন্সিলর মোঃ রাসেল শিকদার বলেন, আমি আপনাদের পাশে সব সময় ছিলাম আছি এবং থাকব, আমাদের পৌর মাতা মেয়র হাসিনা গাজীর উদ্যােগে এলাকার জ্বলাশয় নিরসনে আমরা একটি ড্রেন তৈরী করেছি, মাসাবো রোডে রাস্তা নির্মান করেছি বিগত কোরোনাকালীন সময়ে যখন মানুষ ঘরবন্দি ছিল তখন গোলাম মর্তুজা পাপ্পা ভাইয়ের নির্দেশে মানুষের পাশে ছিলাম। মানুষ যাতে অনাহারে না ভোগে সেই জন্য ঘড়ে ঘড়ে সরকারের দেওয়া ত্রান সামগ্রীর পাশাপাশি মানুষ যাতে পরিস্কার পরিচ্ছন্ন এবং ভাইরাস মুক্ত থাকতে পারে সেইজন্য সাবান স্যানিটাইজার মাস্ক বিতরন করেছি। জনগনের নাগরিক সেবা নিশ্চিত করতে সবসময় আমি বদ্ধপরিকর,,তাই আমি জনগনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যদি আমি আগামিতে নির্বাচিত হই তাহলে আমার এলাকার বাকি যেই সমস্যা গুলো আছে তা সমাধান করার চেস্টা করবো, ইনশাআল্লাহ।
সর্বশেষে করোনার দ্বিতীয় স্টেপ এ সবাই যেন সতর্ক থাকে সেজন্য সবাইকে একটি করে সাবান ও মাস্ক বিতরণ করেন।
এই ক্যাটাগরীর আরও খবর..