তিনি আরো বলেন, আমার ওয়ার্ডেরযেসকল কাজগুলো অসমাপ্ত রয়েছে তা সমাপ্ত করা এখন আমার মূল লক্ষ্য। তাই বলতে চাই, আমাদের পৌর মাতা হাছিনা গাজী কে পুনরায় মেয়র নির্বাচিত করা হলে এবং আমাকে আবার পুনরায় জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই মূল লক্ষ্য হবে। আমি সর্বোচ্চ আশাবাদী শতভাগ ভোট পেয়ে জয়যুক্ত হব।