নিজস্ব প্রতিনিধিঃ
“মৃত্যুর পরেও যদি
মানুষের উপকার করা যায়
কবর না দিয়ে মোরে
পাঠিয়ে দিও চিকিৎসা মহাবিদ্যালয়”
কথাটি বলেছেন,চিকিৎসাসেবায় বাংলাদেশের সর্বাধিক পদক প্রাপ্ত কবিরাজ হোসেন মোল্লা। যিনি ওষুধি গাছ গাছরা দিয়ে রোগ নিরাময় করে বাংলাদেশ জুড়ে খ্যাতি অর্জন করেছেন। শুধু তাই নয় এই মহৎ মানুষটি একটি বই লিখেছেন যার নাম মাই সুইট লাইফ (গাছে কথা বলে) যার মাধ্যমে বিভিন্ন অসুখ নিরাময়ের তথ্য দেওয়া আছে।
শুধু তাই নয় এই মানুষটি, যৌন দুর্বলতা, সিপলিস, গনোরিয়া, চর্মরোগ, প্রসাবে ক্ষয়, জ্বালাপোড়া, ডায়াবেটিকস, ঘন প্রস্রাব, পুরাতন আমাশয়, জ্বর লিভারের দোষ, জন্ডিস প্যারালাইসিস, বাত, গ্যাস্ট্রিক, আলসার, হাঁপানি, অশ্ব, মেয়েদের মাসিক অনিয়মতা, তলপেট ব্যথা, অনেকের স্বামী-সন্তানকে সহ্য করতে পারেনা, অনেক অবিবাহিত মেয়েদের সাদা স্রাব হতে হতে শরীর এত খারাপ দেখলে মনে হয় বুঝি ২/৩ টা সন্তানের মা হয়েছেন এখন বিবাহ বসতে ভয় পান তারা কবিরাজ হোসেন মোল্লা চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।
এছাড়াও এই কবিরাজ হোসেন মোল্লার তৈরি দাঁতের মাজন, ব্যথার মলম বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে ব্যথা নিরাময়ের কারণে সুনাম অর্জন করেছে।
এই মানুষটি এই শীতে ঠান্ডা কাশি কিংবা টনসিল থেকে সুস্থ থাকার জন্য কিছু টিপস দিয়েছেন-নিচে দেওয়া হল
১/ভাতের মাড় ১ কেজির মতো
২/হলুদ চা চামচের ১ চামচ
৩/যে হলুদ দেওয়া হবে তার ৪ ভাগের ১ ভাগ মরিচ।
৪/রসুন ছোট হলে ২ টা বড় হলে ১টা।
৫/কালোজিরা চা চামচ এর ১ চামচ।
——
সব একসাথে মিলিয়ে পরিমাণ মতো সরিষার তৈল দিয়ে ডালের মতো বাগার দিতে হবে। ছোটরা চায়ের কাপের ১/২ কাপ খাবে আর বড়রা ১ খাপ খাবে।
করোনার টিপসঃ
১/নিসিন্দা পাতা শুকিয়ে গুঁড়া করে ১ চা-চামচ।
২/সাথে ব্ল্যাক টি ২ চামচ।
তবে আর দেরি কেন, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে জয়শ্রী বাস স্ট্যান্ড, নিজস্ব পাঁচতলা ভবন, ডাকঘর-শিকারপুর, বরিশাল নিম্নোক্ত ঠিকানায় রোগী দেখাতে এখনি এসে পড়ুন। বিদেশি রোগীদের জন্য থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা আছে। প্রতি শুক্র ও শনিবার রোগী দেখা হয়।
প্রয়োজনে মোবাইলঃ০১৭১১-৩১৪৫৩৫।