রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের তুষারধারা ৫ নং রোডটি খুবই নাজুক অবস্থায় ছিল। দীর্ঘ সময় পরে রোডটি মেরামত করা হলেও জলাবদ্ধতা নিরসনের জন্য কালভার্ট ব্রিজ করা হয়নি। পরবর্তীতে নতুন পিচ ঢালাই রাস্তা কেটে কালভার্ট ব্রিজ করার জন্য ব্যবস্থা নিলেও তা দীর্ঘ এক বছরে করা হয়নি আর। জানা যায়, রাস্তাটির কাজ সেনাবাহিনীর হাতে দেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই নাজুক। রাস্তা পারাপারে একটি বাঁশের সাঁকো থাকলেও তার অবস্থাও খুব বিপদজনক। মানুষের চলাচল কিংবা জরুরী কাজে কুতুবপুর এর দিকে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। জনগণ রয়েছে দূর্ভোগে। অনেক আগে এখানে কংশো নদী ছিল। এখন দেখা যাচ্ছে সেই কংশো নদী আবার নতুন রূপ ফিরে পেয়েছে তুষারধারা ৫ নং রোডে। মাঝেমধ্যে দেখা যায়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা নিজস্ব অর্থায়নে নতুন নতুন রাস্তা তৈরি করছে। কিন্তু এই রাস্তাটার দিকে এখন পর্যন্ত কোনও জনপ্রতিনিধি দৃষ্টি দিচ্ছে না। সামনে আসন্ন কুতুবপুর নির্বাচন। জনগণ জনপ্রতিনিধিদের কাছে তাদের দুর্ভোগ লাঘবের জন্য চায় সঠিক সুরাহা।
এই ক্যাটাগরীর আরও খবর..